নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী নিউজ:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯টি নকল স্বর্ণের মূর্তিসহ ১ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় চেয়ারম্যান ও জনতা। নকল স্বর্ণের মূর্তিসহ আটক প্রতারক হলেন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাঝির পাড়া এলাকার আলী মিয়ার পুত্র মোঃ হারুন (৪২)। এছাড়াও প্রতারক চক্রের আরো ২ সদস্যকে আটক করলে তা গোপন রাখা হয়েছে বলে জানান স্থানীয়রা। তাছাড়া এ ঘটনায় আটকের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আটক ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেনি বলে থানা পুলিশ জানান।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন সাথে যোগাযোগ করা হলেন তিনি বলেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত নই। বিষয়টি তদন্ত করা দেখা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেখেরখীল ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মৃত মোবারক আলীর পুত্র মোঃ নুরুন্নবী স্বর্ণের মূর্তি ক্রয়ের উদ্দেশ্যে প্রতারক চক্রকে তিন লক্ষ বায়ান্ন হাজার টাকা প্রদান করে। এরই প্রেক্ষিতে বুধবার নকল স্বর্ণের মূর্তিগুলো নিয়ে প্রতারক চক্রের দল ঐ এলাকায় যায়। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে হাতে নাতে মূর্তিসহ আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে জনতা।
তবে চেয়ারম্যান নকল স্বর্ণের মূর্তিসহ আটক ব্যক্তিদের অদৃশ্য কারণে থানা পুলিশের কাছে হস্তান্তর না করে নিজ কার্যালয়ে বন্দী করে রেখেছে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও তার মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ