বাঁশখালী যার নাম

বাঁশখালী যার নাম
মুহাম্মদ তাফহীমুল ইসলাম

  বিনোদনের খালি স্থানে পূর্ণ বামের ছড়া,
গাছগাছালি,পাখপাখালীর সুন্দর দৃশ্যে গড়া।
 পুকুরিয়ায় আছে যেটা সবুজ বাগান চা'র
দেখার শুরুই জুড়িয়ে দিবে মন যেকোন কার।
 বিষের কথা শুনলে ইচ্ছে হয় আসতে ঘুরে,
তেমনি আসে পর্যটকরা নিত্য আনন্দ ট্যুরে।
ঝাউবাগানের শীতল হাওয়া মন জুড়ায় যে কারো,
 অবাক করে হাতের করা শিল্প দেখিয়ে আরো।
  হয়তো আছেন বলছি আমি
ভিন্ন দেশের কথা,
নিজের খেয়ে পরের গুণগান গাইবো কেনো 'যথা?
বলছি আমার গাঁয়ের কথা "বাঁশখালী"যার নাম।
সোনার চেয়েও যার অনেক
 বেশি মূল্য,দাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ