উখিয়ায় পান চাষির বাড়িতে ডাকাতি, গুলিতে নিহত ১ – স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতদল

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনায় গুলিতে নিহত হয়েছেন এক পান চাষি। নিহতের নাম নুরুল আমিন বাবলু। তার ভাই হাসান ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল পাহাড়ি এলাকায়।

স্বজনরা জানান, রাতে পরিবারের সদস্যরা পান বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে হানা দেয়। তারা নারীদের গলার ও হাতের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং আশপাশের কয়েকজনকে জিম্মি করে রাখে।

পরে নুরুল আমিন বাড়িতে ঢুকলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ভাই হাসান বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডাকাতদল। দুই ভাইকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে পথেই মারা যান নুরুল আমিন।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।

ফলো করে সাথে থাকুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন। সংবাদ, বিনোদন ও বিশ্লেষণের সঠিক উৎস! - কক্সবাজার বুলেটিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ