সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নন্দিনী নিজেকে পরিচয় দিয়েছেন “স্ট্রাগলিং অভিনেত্রী” হিসেবে, যিনি বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছেন। জানালেন, কোনো গডফাদার ছাড়া, শুধুমাত্র প্রতিভা ও সাহসকে সম্বল করে তিনি কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি জমিয়েছেন।
তবে হতাশার কণ্ঠে নন্দিনী আক্ষেপ করেন, অতীতে তার ব্যক্তিগত বিকিনি পরা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেগুলোকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যম নেতিবাচকভাবে প্রতিবেদন তৈরি করে। তার দাবি, এই ঘটনাগুলোর জন্যই তিনি বহু কাজ হারিয়েছেন।
নন্দিনীর আবেগময় অনুরোধ,
“প্লিজ, দয়া করে আমার বিকিনি পরা ছবিগুলো ডিলিট করে দিন। আমি সত্যিই অনেক কাজ হারিয়েছি সেগুলোর কারণে। একটু মানবিক হোন।”
দর্শকদের ভালোবাসার ঋণ স্বীকার করে তিনি বলেন, বাংলার মানুষ না থাকলে আজকের নন্দিনী হতেন না। তিনি শুধু একজন ‘ভালো অভিনেত্রী’ হিসেবে জায়গা করে নিতে চান, কোনো বিতর্ক বা শরীরচর্চার ভিত্তিতে নয়।
0 মন্তব্যসমূহ