বাবার স্বপ্ন পূরণে গরীব অসহায় রোগীর সেবক হতে চান ফজলে করিম

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউনিয়নস্থ অাওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার অালহাজ্ব অাবু তাহের এর  সুযোগ্য পুত্র  শেখেরখীলের কৃতি সন্তান মোহাম্মদ ফজল করিম সদ্য এমবিবিএস ফাইনাল পরিক্ষায় কৃতকার্য হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করছে। তার  পিতার দীর্ঘদিনের লালিত সপ্ন তার সন্তান ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করবে দারিদ্র্য মানুষের মুখে হাঁসি ফুটাবে।
মোহাম্মদ ফজল করিম ছোট কাল থেকে অসাধারণ মেধাবী নম্র ভদ্র ও মার্জিত অাচরণের অধিকারী হিসেবে এলাকায় তার খুব বেশি খ্যাতি রয়েছে।
সে শেখেরখীল ইউনিয়নের নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০১১সালে  এসএসসি  ২০১৩সালে চট্টগ্রাম হাঁজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে  এইচএসসি  পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।  ২০১৩সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ ও পায়।
ফজল করিম এর সহিত কথা বলে জানতে পারি সে ভবিষ্যতে  চিকিৎসা পেশার মাধ্যমে গরীব, অসহায় এবং দেশ ও  জাতির পাশে থাকার ইচ্ছা পোষণ করে। সে তাহার পিতার ইচ্ছা পূরণের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ