কোদাল হাতে বাঁশখালী পৌরসভার নারী কাউন্সিলর



মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম): ভারি বর্ষণে প্লাবিত হয়েছে বাঁশখালীর নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি ও ক্ষেত-খামার। এ অবস্থায় বাঁশখালী পৌরসভার আসকরিয়া আবাসিক পল্লীতে শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। অনেকের বাড়িতেও তখন পানি উঠে।

ঘরবন্দী এসব মানুষের দুঃখ দুর্দশা দেখে কোদাল নিয়ে ছুটে যান বাঁশখালী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ছাদেকা নুর খানম বিউটি।

রোববার (৬ আগস্ট) দুপুরে নিজেই কোদাল নিয়ে নেমে পড়েন পানি প্রবাহের বাধা অপসারণ করার কাজে। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আসকরিয়া সড়ক কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এতে করে জলাবদ্ধতা থেকে রক্ষা পায় অনেক পরিবার।

এদিকে এমন ব্যতিক্রমধর্মী কাজ করে এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন নারী কাউন্সিলর ছাদেকা নুর খানম বিউটি।

আসকরিয়া পাড়ার বাসিন্দা জয়নাল আবেদীন একুশে পত্রিকাকে বলেন, ‘প্রবল বর্ষণে পৌরসভার ৭নং ওয়ার্ডের আশকরিয়া আবাসিক এলাকা যখন পানিতে থৈ থৈ, কয়েকটি বাড়িতে ঢুকে পড়েছে পানি। ঠিক তখনই তিনি নিজ হাতে কোদাল নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। জনগণের দুঃখ যারা বুঝে তাঁরাই প্রকৃত জনসেবক। একজন নারী হয়েও দুর্যোগপূর্ণ মুহূর্তে বৃষ্টিতে ভিজে জনগণের পাশে দাঁড়িয়েছেন বিউটি আপা। বিষয়টি সত্যিই প্রশংসার দাবিদার।’

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছাদেকা নুর খানম বিউটি একুশে পত্রিকাকে বলেন, ‘এলাকার মানুষের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারিনি। তখন ঝুম বৃষ্টিতে ডুবে যাচ্ছিল আশেপাশের এলাকা। তাই মানুষের কষ্ট সহ্য করতে না পেরে নিজেই বাঁধ কেটে ফেলেছি। ব্যতিক্রম কিছু মনে করছি না। মূলত এটা আমার দায়িত্ব ছিল।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ