বাহারছড়া প্রিমিয়ার লীগ ২০২০ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ  
বাহারছড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বাহারছড়া প্রিমিয়ার লিগ ২০২০ এর উদ্বোধনী ম্যাচ  বাহারছড়া বীচ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বাঁশখালীর দুই সেরা শক্তিশালী ফুটবল দল জাতির জনক স্মৃতি সংসদ একাদশ বনাম অগ্নিশিখা ফুটবল একাদশ।

উক্ত ফুটবল ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ৪নং বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক জনাব গিয়াস উদ্দিন চৌধুরী (টিপু)খেলা শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে বসে উক্ত ফুটবল খেলা উপভোগ করেন, পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি বক্তব্যের শুরুতে সর্বপ্রথম  আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে বাঁশখালীতে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উল্লেখ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ উনার পরিবার-পরিজন শাহাদাত বরণ করেছেন যারা তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন একাত্তরের পরাজিত শক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নাই।খেলাধুলা প্রসঙ্গে বলেন জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন আছে ।বর্তমান সরকার ক্রিড়া বান্ধব সরকার।  একই মাসে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীলনকশা তৈরি করেছিল যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান,পরে বাঁশখালী সমুদ্র সৈকতের স্বপ্নের বেরিবাধ বাস্তবে দৃশ্যমান হওয়ায় বাঁশখালী থেকে বারবার নির্বাচিত বাঁশখালী ১৬ আসন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান উপকূল বাসীর পক্ষ থেকে, তিনি আরো বলেন বাঁশখালী উন্নয়নের রূপকার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বাঁশখালীকে একটি অত্যাধুনিক মডেল বাঁশখালী হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তিনি বলেন বাঁশখালীতে  এমপি মহোদয় অনেক উন্নয়ন কর্মকান্ড কাজ করেছেন আরও প্রক্রিয়াধীন রয়েছে,তিনি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন বশিউল্লা মিয়াজীর বাজারের প্রধান ব্রিজ যে জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে এবং বাহারছড়া সমুদ্র সৈকত থেকে শুরু প্রধান সড়ক পর্যন্ত রাস্তার সংস্কারের দাবি করে বলেন কারণ এই ব্রীজটা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী ৪নং বাহারছড়ায় বাঁশখালী সমুদ্র সৈকতে আগমন করেন বশিউল্লা মিয়াজীর বাজারের ব্রিজ এর যে বেহাল দশা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি, পরে খেলাধুলা বিনোদন এর প্রধান উৎস হিসেবে বিবেচনা করে বলেন  খেলাধুলা হলো বিনোদনের মুল উৎস ও মানুষের মনকে সুন্দর ও সার্থক করে তোলেন। সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সকল ম্যাচ পরিচালনা করার জন্য খেলা পরিচালনা কমিটিকে নির্দেশ দেয় এবং সব ধরনের সুযোগ-সুবিধা দেবেন বলে আশ্বস্ত করেন তিনি।

পরে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতির জনক স্মৃতি সংসদের কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ দেলোয়ার চৌধুরী, জাতির জনক স্মৃতি সংসদের সাবেক সভাপতি জনাব আশরাফুল হক সুলতান, জাতির জনক স্মৃতি সংসদের কার্যনির্বাহী সদস্য জনাব মাসুদ সুলতান, পশ্চিম বাহারছড়া বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি জনাব জিয়াউল হক করিম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব জাহেদ মাহমুদ চৌধুরী কাঞ্চন।

উক্ত খেলা সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পাঠাগার  বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ মুসা চৌধুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ