Recents in Beach

Google Play App

বাঁশখালীতে ৮২৯০ পিস ইয়াবাসহ এক মহিলা আটক

মোহাম্মদ এরশাদঃ
৭ জুলাই(মঙ্গলবার) বাঁশখালী থানাধীন পুঁইছড়ি নতুন পাড়া, ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর হইতে আনুমানিক ৬:১০মিনিটে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম মজুমদারের নির্দেশক্রমে, বাঁশখালী থানার এসআই(নিঃ)/মোঃ আকতার হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৮,২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক কর হয়।

আটক আসামি হলেন মিতু আক্তার (প্রকাশ মনি) (২১) স্বামী আক্তার মিয়া,সাং-মইয়া দিয়া,০৩নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার এবং পিতা-মৃত লতিফ খন্দাকার,সাং-বগীসাতঘর, ০৭নং ওয়ার্ড, সাউতখালী ইউপি, থানা-শরনখোলা, জেলা-বাগেরহাট’।

এই নিয়ে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(খ) মূলে একটি ০৭/২০২০ইং, মামলা রুজু করা হয় এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য