বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৩

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় ও শেখেরখীলে সোমরাব রাতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮শত পিস ইয়াবাসহ ৩ জনতে আটক করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের এসআই মোহাম্মদ হাবিব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায়  অভিযান পরিচালনা করে।

এ সময় টেকনাফের যাদীমুড়া শাল বাগান এলাকার মৃত সুলতান আহমদের পুত্র মোহাম্মদ আফছার (২৪) এবং বান্দরবানের কালাঘাটা  এলাকার মো. সুলতানের ছেলে মো. রফিককে (২০) আটক করে এবং তাদের কাছ থেকে এক হাজার তিনশত পিস ইয়াবা উদ্ধার করে। আরেক অভিযানে শেখেরখীলের মৃত বদি আহমদের ছেলে মো. রেজাউল করিমকে (২৯) আটক করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধা করে ।

উভয় ঘটনায় বাঁশখালী থানার  ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হচ্ছে বলে জানা যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ ও শেখেরখীল এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার আটক ৩ জনকে আইনগত প্রক্রিয়া শেষে ও আসামিকে আদালতে সোর্পদ করা হবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ