খানখানাবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক, টিন, চাল বিতরণ করেন জনাব বদরুদ্দীন চৌধুরী

ডিসেম্বর/২০১৯ ইং  সালে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন ৩ নং খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া ও রায়ছড়া গ্রামের অর্থাৎ ৭ ও ৮ নং ওয়ার্ডের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মোট ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তখন স্থানীয় চেয়ারম্যান  মুহাম্মদ বদরুদ্দীন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং ক্ষয়ক্ষতির পরিমান অনুমান করে মানবিক তহবিল হতে উত্ত ক্ষতিগ্রস্থ ৭ টি পরিবারকে অার্থিক সহায়তা করছেন।

কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর ঘর পুনঃনির্মাণের নিমিত্তে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি. মহোদয়ের অান্তরিক সহায়তায় খানখানাবাদ ইউনিয়ন পরিষদের স্থানীয় চেয়ারম্যান খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বদরুদ্দী চৌধুরী অদ্য অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে চেক, টিন ও ১ বস্তা করে চাল প্রদান করেন। এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মুহাম্মদ বদরুদ্দীন চৌধুরী মোবাইলে ফোনে জানান গত ডিসেম্বর/২০১৯ সালে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন লেগে দুটি ওয়ার্ডে মোট ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ক্ষয় ক্ষতি হয় কয়েক লক্ষাধিক টাকার। সে সময় উক্ত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাহার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছিলেন। কিন্তু বর্তমানে মাননীয় সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী মহোদয়ের বরাদ্দ থেকে এই সহয়তা প্রদান করা হয়েছে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ