বাঁশখালীতে ভ্রম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ এরশাদঃ 
২১ মার্চ(শনিবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরের বিভিন্ন মুদির দোকানে বাঁশখালী থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। নভেল করোনা ভাইরাসের অযুহাত দেখিয়ে সরকারের র্নিধারিত মূল্যের চেয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মোমেন আক্তারের  নেতৃত্বে উক্ত অভিযানে বাঁশখালী  উপজেলা সদর রোডে চাউলের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর  ৪০ধারা মোতাবেক ব্যবসায়ীকে চাউল ও পেঁয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষ ইউএনও মোমেন আক্তার বলেন মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে কোন ব্যবসায়ী লাভবান হতে পারবেনা। তিনি আরো বলেন বাঁশখালীর কোথায়ও ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি হলে সাথে সাথে যেন বাঁশখালী   উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন এবং এই অভিযান অব্যহিত থাকবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ