বাঁশখালীর বৈলছড়ীতে জায়গা জমিকে কেন্দ্র করে যুবককে কোপাল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে আধিপত্য, জায়গাা-জমি সংক্রান্ত পারিবারিক শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা মোহাম্মদ দেলোয়ার (১৮) নামের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও ছড়া গুলিতে বিদ্ধ হয়ে গুরুতর আহত করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নস্থানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রতিবেশিরা আহত দেলোয়ারকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার জের ধরে বৈলছড়ি বাজার এলাকায় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৈলছড়ির ঘটনাস্থলে ৩০/৩৬ জনের পুলিশ দল অবস্থান নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। এই ঘটনার ব্যয়াপারে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরী বলেন, পূর্বপরিকল্পিতভাবে দেলোয়ারের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে। এলাকায় দীর্ঘদিন থেকে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

ঘটনার সত্যতার বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, এলাকার আধিপত্য ও জায়গা জমি বিরোধ নিয়ে বৈলছড়িতে দুটি গ্রুপ রয়েছে। মনছুর আলমের লোকজনই এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ