মহান বিজয় দিবস উপলক্ষে বাঁশখালী ক্রিকেট একাডেমিতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে,খেলা শুরু তে সকল শহিদ দের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে ম্যাচটি শুরু হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নস্থ বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে বাঁশখালী ক্রিকেট একাডেমির  আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ক্রিকেট 
অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মোকাবেলা করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাদশ বনাম শহীদ বুদ্ধিজীবি অধ্যাপক মুনির চৌধুরী একাদশ। এতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাদশকে ৩১ রানে পরাজিত করে শহীদ বুদ্ধিজীবি অধ্যাপক মুনির চৌধুরী একাদশ। 

সকালে টসে জয় লাভ করে প্রথমে শহীদ বুদ্ধিজীবি অধ্যাপক মুনির চৌধুরী ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রান করতে সক্ষম হয়। দলের হয়ে তারেক ৫০* মাসুদ ৫০* আনচারী ২৪, আনাস ১৯ রান সংগ্রহ করে।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাদশের হয়ে জিসান, রাশেদ ২টি ও আশরাফুল ১টি করে উইকেট লাভ করেন। 

জবাবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাদশ ২০৪ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয়। 
দলের হয়ে শাওন ২২, আতিক ২৩,নোবেল ১৪, শোয়াইব ১১ রান করেন। শহীদ বুদ্ধিজীবি অধ্যাপক মুনির চৌধুরী একাদশের হয়ে আনাছ, মাসুদ ৩টি জাহেদ ও আলিফ ২টি করে উইকেট লাভ করেন।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাসুদ, মাসুদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির সিনিয়র ক্রিকেটার সুমন দাশ ও এনামুল হক প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ