Recents in Beach

Google Play App

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মায়ের জানাজা ও দাপন সম্পন্ন


মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর মাতা গত ১৪ ডিসেম্বর রাত ৮.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।  মৃত্যু কালে রেখে গেছেন ১ছেলে সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।সহ নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয় স্বজন।তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ  জানিয়েছেন। তাছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকবার্তা জানিয়েছেন,পরিশেষে  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রবিবার সকাল ১১ ঘটিকার সময় লালদিঘী মাঠে প্রথম নামাজের  জানাজা ও দ্বিতীয় নামাজের জানাজা বাদ আসর বাঁশখালী পশ্চিম গুনাগরী নিজ বাসভবনস্থ সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ স্হানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য