এই মহাকাল


এম.এ.রহিম চৌধুরী
 
মুক্তির মুখরিত স্লোগানে
হাহাকার বাংলার জনপদ,
বাঙ্গালী আজ বিলাসী জাতি
ক্যাসিনো,মাদকের জয় রথ।
চুনোপুঁটির ওদর ভর্তি গৃহ ব্যাংক
গনতন্ত্রের মুখে লোহার তালা,
স্বার্থ সিদ্ধির রাজনৈতিক মঞ্চে
নেতার কারিশমায় বাজে বেহালা।
নীতির চর্চায় কেহ নেই ব্রত
দাসত্বের শিকল টানছে মুন্ড.!
লোক দেখানো যত আয়োজন
রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে কলহ দন্ধ।
সাধু কেহ নয়,মিছে সময় ক্ষয়
দেখেও না দেখার এই মহাকাল,
নিয়মের শৃঙ্খলে বন্ধি সবাই
মাঝি শূন্য ন্যায়-নীতির পাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ