অধ্যাপক আসহাব উদ্দীন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান শাহাদত আলম

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার  গুনাগরীস্থ অধ্যাপক আসহাব উদ্দীন সড়ক রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কালীপুর ইউনিয়নের গুনাগরী চৌমুহনী হইতে পশ্চিম বাঁশখালী যাওয়া অধ্যাপক আসহাব উদ্দীন সড়কটি প্রায় এক কিঃমিঃ পর্যন্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেন তিনি। রাস্তাটির মেরামত  করায় এলাকাবাসী আনন্দে মেতে উঠেছে।এক বছর ধরে ওই রাস্তাটির কোনো সংস্কার কিংবা কোনো ধরনের উদ্যোগ নেয়া হয়নি। এতে করে ওই এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ  জনসাধারন যাতায়াত করতে  বিষণ কষ্ট পোহাতে হতো।

স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বললে তারা জানান , অনেক লোক আসে যায় কিন্তু কেউ রাস্তার সংস্কারের কোনো ধরনের উদ্যোগ নেয়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম নিজের উদ্যোগে রাস্তাটি সংস্কার করেছেন। রাস্তাটি সংস্কার  করায় চেয়ারম্যান সাহেবের জন্য  আল্লাহ কাছে দোয়া চেয়েছে স্থানীয় ও পশ্চিম বাঁশখালী জনসাধারণ। কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম সাথে যোগাযোগ  করলে তিনি বলেন, আমি গরীব অসহায় কিংবা সবাইকে ভালবাসি। তারা আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আগামী কয়েক দিন পর শুরু হতে যাচ্ছে  দূর্ঘাপুজা উর্যাপন এতে বহু মানুষের যাতায়েত করবে। আমি আমার ইউনিয়নের সকল রাস্তা গুলো মেরামতের উদ্যোগ নিয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন। এ সড়কটি আমাদের মাননীয় এম.পি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, গুনাগরী চৌমুহনী হইতে মোশারাফ আলী মিয়ার বাজার পর্যন্ত সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন। আগামী মাসে টেন্ডার হতে পারে।পরিদর্শন কালে  উপস্থিত ছিলেন- কালীপুর ইউনিয়ন পরিষদের  ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ারুল আজিম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সানন্দা রুদ্র, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ