সাবেক মন্ত্রী পরিষদের সচিব মুক্তিযোদ্ধা সোলায়মান চৌধুরীর নাগরিক শোক সভার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "সাধনপুর ফুটন্ত গোলাপ" এর প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা, মুক্তিযুদ্ধকালীন বি এল এফ ডেপুটি কমান্ডার, বাংলাদেশ সরকারের (অব:) মন্ত্রী পরিষদের সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু সোলায়মান চৌধুরীর মৃত্যুতে নাগরিক শোক সভা, স্মারক গ্রন্থ প্রকাশ, ফ্রি স্বাস্থ্য সেবা ও রক্ত পরীক্ষা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা আগামী ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, বিকাল ৪ টায় পশ্চিম সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন-সমিতি-সংস্থা-ক্লাব ও সংঘের দায়িত্বশীল প্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত প্রস্তুতি সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকতে এক প্রেস বিজ্ঞপ্তিতে "সাধনপুর ফুটন্ত গোলাপ" এর প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী জসীমুল হক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ