বাঁশখালীতে ব্রীজ ভেঙ্গে সাঁকো: মৃতের লাশ পার হলো নৌকায়

চট্টগ্রামের বাঁশখালীতে নৌকা দিয়ে লাশ পারাপারের মতো ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে।

শনিবার (৬ জুলাই) ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরলিয়াঘােনার আলি আকবরের ছেলে আজিজুর রহমানের লাশটি দাফনের জন্য খাসমতিয়া জামে মসজিদে তাদের স্থানীয় কবরস্থানে নিয়ে যেতে এই বিপত্তি ঘটে।

এ ঘটনায় জনপ্রতিনিধির খামখেয়ালীর জন্য এলাকাবাসীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়সূত্রে জানা যায়, গত বছরের বর্ষা মৌসুমে আরব শাহ্ বাজার সংযোগ পুইছড়ি রেজাউল পাশা সড়কের উপর দিয়ে নির্মিত কংক্রিটের কালভার্টটি ভেঙ্গে গেলে আর সংস্কার করা হয়নি। সরলিয়াঘোনা খালের উপর ব্রীজের বিকল্প হিসেবে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। দীর্ঘ দু'কিলোমিটারের দূরত্বের সড়কে বন্ধ হয়ে যায় সাধারাণ যানবাহন চলাচল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার করছে পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা ও মাষ্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ পথচারী। লবণ পরিবহনের নৌকা গুলো এই ছিপ কালভার্ট সেতুটির নিচ দিয়ে যেতে না পারায় কংক্রিটের কালভার্টই সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানায় স্থানীয় জনতা। 

এই ব্যাপারে পুইছড়ি ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, অল্প কয়েক দিনের মধ্যে এই কালভার্টটি নতুন করে তৈরি করা হবে।
/সিপ্লাস!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ