পুকুরিয়ায় বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

মোহাম্মদ এরশাদঃ
গত এক সপ্তাহ টানাবর্ষণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রায় ৮০শতাংশ এলাকা বন্যা কবলিত হয়েছে। বন্যায় পানিবন্দী রয়েছে শিশু, বৃদ্ধ, মহিলাসহ কয়েকলক্ষ মানুষ।হাজার হাজার মানুষের ঘর-বাড়ী, গবাদী পশু সহ ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে উপজেলার শেখেরখীল, ছনুয়া, কাথারিয়া, কালীপুর ও পুকুরিয়া সহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ বন্যায় কবলিত হয়েছে। এসব এলাকায় অনেক  বাড়ির ছাউনি পর্যন্ত ডুবে গেছে বন্যার পানিতে। মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে নিঃস্ব হয়ে অনশনে রাত জাগছে অনেকেই।

স্থানীরা জানান, গত বিশ বছরে বন্যায় বাঁশখালীর মানুষ এমন পরিস্থিতির শিকার হয়নি। এবারের বন্যায় ১৯৯৭ সালের সেই ভয়বহ বন্যাকেও ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে 
১নং পুকুরিয়া ইউনিয়ন পশ্চিম পুকুরিয়া (তেচ্ছি পাড়ায়) সঙ্খ নদীর ভাঙ্গনে ঘরবাড়ী হারা
 বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী জনগণের মাঝে বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাঁশখালী থানা  অফিসার ইনচার্জ  রেজাউল করিম মজুমদার টিটুর নির্দেশনায় বাঁশখালী থানার পক্ষ থেকে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার এস আই নাজমুল,এ এস আই রমজান, এ এস আই,প্রদীপ,এ এস আই নুরুন্নবী প্রমুখ। ত্রাণ বিতরণ কালে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ,
পুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি বেলাল উদ্দীন, 
 পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ  সম্পাদক হাজ্বী নুরুল ইসলাম, পুকুরিয়া ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির আহমদ সহ অংঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্হিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ