Recents in Beach

Google Play App

গুনাগরী আদশ' বিদ্যা নিকেতনে দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল, অভিভাবক সমাবেশ ও ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ  এরশাদঃ
আজ বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডস্থ গুনাগারী আদশ' বিদ্যা নিকেতনের হল রুমে অত্র বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ ও সকল ছাএ ছাএী এবং শিক্ষক শিক্ষিকার মাঝে রমজানের  ইফতার সামগ্রী বিতারণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাগারী আদশ' বিদ্যা নিকেতনের সভাপতি ওয়াকিল আহমদ,  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,  ইউপি সদস্য আজিম আনোয়ার আজিম,গুনাগরী আদশ বিদ্যা নিকেতনের পরিচালক সদস্য  মাষ্টার জমির উদ্দিন, মোঃ নাছির, মোঃ এহছান ওজুর,  মোঃ তৌহিদ সহ অএ এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য