জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই

কৌতুক অভিনেতা টেলি সামাদের নামটাই ছিল তার প্রতি কৌতুক। টিভি অভিনেতা আবদুস সামাদ ফিল্মে নামলে এফডিসির লোকেরা তারে এই নামে ডাকতেন। তিনি এই নাম সানন্দে গ্রহন করলেন, তারপর বাংলাদেশের চলচ্চিত্রের হৃদয় জয় করলেন। 

অসামান্য প্রতিভাবান এই শিল্পি একদিকে চারুকলায় চিত্রকলা বিষয়ে পড়াশুনা করছেন, অন্যদিকে চলচ্চিত্রে সঙ্গিত পরিচালনাও করছেন। কিন্তু প্রতিভা সম্প্রদান করছেন অভিনয়শিল্পকে। তার একক ভূমিকায় একসময় নায়ক নায়িকা কিংবা খলনায়কদের চেয়ে জনপ্রিয় হইয়া ওঠে একজন কমেডিয়ান। 

মুন্সিগঞ্জের লোক সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাতিজা এই টেলি সামাদের চিকিৎসাব্যয় নির্বাহ করেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা। 

শিল্পির প্র‍য়ানে শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা।

লেখক- গাজী গোফরান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ