Recents in Beach

Google Play App

বাঁশখালীর এফ. বি. এর উপর ডাকাত দলের আক্রমণ, গুলিবিদ্ধ ৩

আশেক এলাহীঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীলের জাহাঙ্গীর আলমের 'মায়ের দোয়া' ফিশিং বোট (এফ.বি.) এর ফোরকান মাঝি সহ ১৯ জনের উপর গভীর বঙ্গোপসাগরে গতকাল শনিবার সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় ৫ দিক থেকে ডাকাত দলের ৫ টি ফিশিং ভোট আক্রমণ চালায়। মায়ের দোয়া ফিশিং ভোটের শক্তিশালী ইঞ্জিনের ক্ষমতায় পালিয়ে আসার সময় ডাকাতরা গুলি ছুড়লে বাঁশখালীর শেখেরখীলের কাশেম, হাবিব ও নুরুল কবির নামের ৩ জেলে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নুরুল কবিরকে স্থানীয় পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং অপর ২ গুলিবিদ্ধকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করানো হয়।

'মায়ের দোয়া' ফিশিং বোটের মাঝি ফোরকান জানান, বাঁশখালী শেখেরখীল থেকে ১৮ জন জেলে সহ বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দিয়ে কক্সবাজার পার হওয়ার সাথে সাথেই ডাকাতদল 'মা দূর্গা' নামক ৫টি ফিশিং বোটের মাধ্যমে ৫ দিক থেকে আমাদের 'মায়ের দোয়া' ফিশিং বোটে আক্রমণ করে। আমাদের বোটের ইঞ্জিন শক্তিশালী হওয়ায় ডাকাত দলের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য