বাঁশখালীতে বখাটে যুবককে শিক্ষাসামগ্রী বিতরণ ইউএনওর

বাঁশখালীতে ইভটিজিংয়ে অভিযুক্ত অটোরিকশা চালক বোরহান উদ্দীনকে (১৪) সুপথে আনার কৌশল হিসাবে গণশিক্ষা কার্যক্রমের আওতায় পাঠ্যবই, খাতা, কলম ও পেন্সিল তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
তাকে কার্যালয়ে ডেকে শিক্ষাসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ প্রমুখ।
জানা যায়, বাঁশখালী উপজেলায় বাহারছড়া ইউনিয়নের দরখান পাড়ার নুরুল আমিনের ছেলে বোরহান উদ্দীন (১৪) স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদেরকে ইভটিজিং করে আসছে। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ আসলে যুবকটি শিক্ষার আলো না পাওয়ার তথ্য প্রমাণ পাওয়া যায়। গণশিক্ষা কার্যক্রমের আওতায় এনে অক্ষরজ্ঞান শিক্ষার জন্য গণশিক্ষা কার্যক্রমের মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় এনে বোরহান উদ্দীনকে অক্ষরজ্ঞান সম্পন্ন করে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বই তুলে দিলেন নির্বাহী কর্মকর্তা।
/পূর্বকোণ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ