বাঁশখালী উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ১০ নাম্বার চাম্বল ইউনিয়নরে বাজারে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়। আজ বিকাল ৩ টার পর এই অভিযান শুরু করে। এতে আরো যারা উপস্থিত ছিলেন বাঁশখালী থানার এস আই আতিক এবং চাম্বল ইউনিয়নের গ্রাম পুলিশ, তহসিলদার অফিসের কর্মকর্তাসহ আরো অনেকে। কয়েকজন দোকানদারের কাছ থেকে জানতে চাইলে বলে, এগুলো অবৈধ স্থাপনা হিসেবে জানি, তবে আমরা ভাড়া দিয়ে দোকান করি। একাধিক সূত্রে জানা যায়, এই অবৈধ স্থাপনা নির্মাণকারীদের একটি বড় সিন্ডিকেট আছে। জানা যায় ভূমি অফিসেও তাদের অধিপত্যে চলে। এ বিষয়ে ১০ নং চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব মুজিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এদিকে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান নিয়ে সিটিজি ক্রাইম টিভির সাথে মুখোমুখি হলে সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায় বলেন, খালের প্রবাহ ধরে রাখার জন্য এবং সারা দেশের ন্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আগে থেকে নোটিশ দিয়ে সতর্ক করে আজ থেকে শুরু করছি। আজকে অভিযোনের অংশ হিসাবে দুইটি টিনের দোকান উচ্ছেদ করেছি। অবশিষ্ট দোকান গুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ হলে এই স্থাপনায় উর্ধতন কর্মকর্তাদের বিবেচনায় সরকারিভাবে যদি কোন কিছু করা যায় তাও বিবেচনায় আনা হবে বলেও জানান।
/ক্রাইম নিউজ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ