ফটিকছড়িতে বিদ্রোহী প্রার্থী আবু তৈয়বের জয়।

এম মনিরঃ
ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম আবু তৈয়ব চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি ১৫ হাজার ১৬১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নাজিম উদ্দীন মুহুরীকে হারিয়ে জয় লাভ করেন।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফটিকছড়িতে ভোটার রয়েছেন তিন লাখ ৭৬ হাজার ৫৮৬ জন। উপজেলায় ১৩৬টি ভোটকেন্দ্র রয়েছে। আনারস আনারস প্রতীক নিয়ে এইচএম আবু তৈয়ব ৫৭ হাজার ৬০২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দীন মুহুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট।

অনেকটা ভোটার শূন্যভাবে সম্পন্ন হয়েছে ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। সকাল থেকে নির্বাচনী কেন্দ্রের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশ আনাগোনা থাকলেও সাধারণ ভোটারদের উপস্থিতি তেমন ছিলনা বললেই চলে। এরমধ্যে ভোট শুরু হওয়ার ২ ঘন্টায় ফটিকছড়ির দুইটি কেন্দ্রে মোট ২টি ভোট পড়েছে।

সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ির কাঞ্চননগর রুস্তমীয়া মাদ্রাসায় সকাল ১০টা পর্যন্ত কোন ভোট পড়েনি। ঠিক একই সময় উত্তর ফটিকছড়ির শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ে মোট ২টা ভোট পড়েছে। গুটিকয়েক কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রের অবস্থা ও অনেকটা একই।

স্থানীয় কয়েকজন সাথে কথা বলে জানা যায়, বিরোধী দল না থাকায় ভোটের গুরুত্ব অনেকটা হারিয়ে গেছে। তাছাড়া মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে,রাতের বেলা ভোট হয়ে যাবে। তাই ভোট দিয়ে লাভ নেই। তবেগ শেষ খবর পাওয়া পর্যন্ত ফটিকছড়ির কোথাও রাতে ভোটবাক্স পূরণের অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, ফটিকছড়ি উপজেলার ১৮ ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১ শত ৩৬ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪ শত ৮৫ জন। তন্মধ্যে,পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬ শত ১০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯১ হাজার ৮ শত ৭৫ জন।

চেয়ারম্যান পদ এইচএম আবু তৈয়ব, পুরুষ চেয়ারম্যানন পদে এড ছালামত উল্লাহ শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। সকারীর ভাবে আগামীকাল বিকাল ৩ টায় ভোটের ফলাফলা করবেন বলে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ