চন্দনাইশে ভোট কেন্দ্রে গুলাগুলি চেয়ারম্যান পদে ফল ঘোষণা স্থগিত

চন্দনাইশ উপজেলা নির্বাচনে গতকাল চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করা হয়নি। গুলিবর্ষণ ও সহিংস ঘটনার কারণে দুটি কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় এবং এগিয়ে থাকা প্রার্থীর প্রাপ্ত ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে পাওয়া ভোট যতো বেশি হয়েছে তার চেয়ে স্থগিত দুটি কেন্দ্রে ভোট বেশি হওয়ায় ফলাফল ঘোষণা করা সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে। স্থগিত দুটি কেন্দ্র ছাড়া বাকী কেন্দ্রগুলোতে পাওয়া ভোটের সংখ্যা হলো স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী দোয়াতকলম প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম নাজিম উদ্দীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৬৭৪ ভোট। আবদুল জব্বার চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২ হাজার ৫৫৩ ভোট বেশি পেয়েছেন। কিন্তু স্থগিত হয়ে যাওয়া কেন্দ্র দুটিতে থাকা ভোটের সংখ্যা বেশি হওয়ায় আপাতত চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করা হচ্ছেনা। পরবর্তীতে স্থগিত কেন্দ্র দুটির নির্বাচন করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
চন্দনাইশে বেসরকারিভাবে নির্বাচিত ভাইস চেয়ারম্যান: চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান ফারুকী মোমবাতি প্রতীক নিয়ে ২২হাজার ৮শ ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট কামেলা খানম রূপা প্রজাপতি প্রতীক নিয়ে ২৩ হাজার ৯শ ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
/আজাদী!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ