Recents in Beach

Google Play App

অবসর নেওয়ার পর গ্রামে থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তিনি তাঁর গ্রামে বাস করবেন। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ কথা বলেন। এটি বাংলাদেশ আনসার ও ভিডিপির ৩৯তম জাতীয় সমাবেশ ছিল।
আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল। এটিতে দুইটি কক্ষ ও জানালা ছিল। আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম। নৌকায় অন্যরাও থাকত। বিশেষ করে আমার ভাই শেখ কামাল। সে নৌকার ছাদ থেকে লাফ দিত, নাচত। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরীবেলার স্মৃতি স্মরণে আসে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন নৌকা দেখি, তখন আমার চোখে ছেলেবেলার স্মৃতি ভেসে ওঠে। যখন অবসরে যাব, তখন আমি গ্রামে বসবাস করব। এবং এটা আমার সিদ্ধান্ত। আমি আমার পূর্বপুরুষের গ্রাম টুঙ্গিপাড়ায় থাকব।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ