নুরুল আলম ডাকাত নিহত হলেও তার সহযোগীরা বহাল তবিয়তে

নিজস্ব প্রতিবেদকঃ
আনসার ক্যাম্পের অস্ত্র লুট ও আনসার সদস্য নিহতের সাথে জড়িত বহুল আলোচিত শীর্ষ ডাকাত গতকাল বন্দুক যুদ্ধে  নুরুল আলম  নিহত হলেও তার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে বলে জানিয়েছেন এলাকার সচেতন মহল। এই এলাকায় তারা ডাকাতি, অপহরণ, সন্ত্রাসী সহ নানা অপ্রতিকর ঘটনার সাথে জড়িত রয়েছে। নুরুল আলম ডাকাতের সহযোগীরা হলো টেকনাফ হ্নীলা ইউনিয়নের উত্তর আলী খালী এলাকার
সাদ্দাম হোসেন, একই এলাকার সোনা আলী প্রকাশ ভুলুসহ আরো বেশ কয়েকজন রোহিঙ্গা নাগরিক রয়েছে তাদের সাথে । এখনো তাদের ভয়ে এলাকাবাসী আতংকের মধ্যে   দিন কাটাচ্ছে।  জানাগেছে এই সংঘবদ্ধ চক্র গত কয়েক দিন আগে আলী খালী এলাকার বাসিন্দা নুর মোহাম্মদকে অপহরণ করে ৫ লাখ টাকা  মুক্তি আদায় করে, তার কিছু দিন আগে রংঙ্গীখালী নোয়াপাড়া এলাকার জিয়াউর রহমান কে অপহরণ করে ৮ লাখ টাকা ও গাজি পাড়া এলাকার আবছারের কাছ থেকে ১০ টাকা অপহরণ করে মুক্তিপণ আদায় করারমতো গুরুতর অভিযোগ রয়েছে।  এই সংঘবদ্ধ চক্র পুলিশের চোখ ফাঁকি দিয়ে একের পর এক অপ্রতীকর ঘটনা করে চলেছে। নাম প্রকাশ না করার স্বার্থে এলাকার অসহায় ও ভুক্তভোগীরা এদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ