নাসিরাবাদ স্কুলের দশম শ্রেণির নিখোঁজ ছাত্রের ৭ দিনেও হদিস মিলেনি

সীতাকু- উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজীর বড় ছেলে নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোহাম্মদ জাকারিয়া সিফাত নিখোঁজ হবার ৭ দিন পরেও তার কোন সন্ধান মিলছে না। এ বিষয়ে থানায় জিডি করেও কোন হদিস পাওয়া যায়নি। ফলে সন্তানের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছেন হতভাগ্য মা-বাবা।
নিখোঁজ ছাত্রের বাবা আ.লীগ নেতা মো. ইসমাইল হোসেন সিরাজী কান্না জড়িত কন্ঠে জানান, তার বাড়ি সীতাকু-ে হলেও তিনি চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ এলাকার বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। ছেলে সিফাত নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়াশুনা করছে। গত ২০ ফেব্রুয়ারি বিকেলে এই বাসা থেকে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। এরপর এখনো ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার হদিস মেলেনি। এ বিষয়ে হালিশহর থানায় একটি জিডি (নং-১০৫৫) করা হয়েছে। বাধ্য হয়ে তিনি সীতাকু- প্রেসক্লাবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ঘটনাটি তদন্ত করছেন হালিশহর থানার এস আই জাকির হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১০ম শ্রেণির ছাত্র নিখোঁজের ঘটনা তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। ছেলেটি কোন বিপদে পড়েছে নাকি আত্নগোপনে আছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
/পূর্বকোণ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ