সুইসাইড নোট


লাবণ্য লিজা
আমার মৃত্যু টা খুব দরকার,

প্রথমে একটু ঝড় তুলবে হয়তো,
কিন্তু তার পরের অবিরাম শান্তিটা সকল কে খুব আরাম দেবে,

থেকে থেকে, কেউ যেন বলে ওঠে ভেতর থেকে-- "জীবনে কিছু করতে পারলাম না,"
কেমন একটা অসুস্থ বোধ করি সারা টা দিন,

প্রেমে পড়েছিলাম, বলতে লজ্জা নেই,
মন তোলপাড়,যেন কিল বিল করতো মাথা,
মনের ভেতর যেন সব সময় পাবলিক বাসের শেষ সিটের চরম ঝাঁকুনি,
সে যে কি গভীর অনুভুতি,তা বলে বোঝানো যাবে না,
কারনে হোক বা অকারনে, আমি প্রেমে সফল হই নি,
তাই আমার প্রেম টা প্রেম ছিল না,
আমি প্রেমিকা ছিলাম না,
ও এখন সামনে না হলেও,আড়ালে আমাকে বেশ্যা বলেই ডাকে,

কিন্তু জীবনের প্রত্যেকটা কান্নার কারন কিন্তু প্রেম হয় না,কারোর বুকের একরাশ গালাগালি লাল বেনারসী তে পেঁচিয়ে বহু মেয়ে ই বিয়ের পিরিতে বসে,

চরম কান্নার সব চেয়ে ঠুনকো
কারনে র মধ্যে, প্রেম টা সব চেয়ে ছোট্ট কারন,
জগৎ ঘুরে দেখে আসুন,
বুঝবেন,

হাত পা  মুখে কাপড় বাঁধা অবস্থায়, অন্ধকারে ছটফট করার মতো কষ্ট কখনো বুকে অনুভব করেছেন ????

হ্যাঁ,

আপনি বুঝতে পারছেন সব ই
অথচ করার কিছু নেই,
শুধু ভেতরে রক্তপাত আর ঝলসে যাচ্ছে চোখ,

আপনার বোবা দিদির জন্য বোবা বর পাচ্ছেন না, কথা বলতে পারে এমন একটাও অমানুষ
বিয়ে করতে চাইছে না,
তাই আটকে আছে আপনার বিয়েটাও,
দিদি রাস্তা খুঁজে না পেয়ে,
ঝুলে পড়লো সিলিং এ,মানবিকতা র দড়িতে আদরের দিদির প্রান শেষ,
এমন কাঁচা জঘন্য অনুভুতির মুখে আগুন দিয়েছেন ???
না,দেন নি,

কান্না শুধু প্রেমে ব্যর্থতার হয় না,

আমিও বেশ রাজকীয় ভাবে ব্যর্থ,সব দিক থেকে,

তবে এখন মনে মনে গিলে ফেলেছি ব্যর্থতার ছ্যাঁকা,
 দেখাবো না কাউকে, কখনো ও না....
কারন, আমার ব্যর্থতা গুলো ওরা পরিস্কার দেখতে পায়,
আমার চামড়ায় ব্যর্থতা মাখা ছত্রাক ধরেছে,

 আমি মানিয়ে গুছিয়ে নিতে পারি নি কারোর সাথে,

কারন ????

১. হয় আমি পাগল,
২. নতুবা চরিত্র খারাপ,
৩. মেয়ে ছেলে হয়েও বেশী জেদ,
৪.  কিংবা স্পষ্টভাষী

রোজ একটু করে পুড়ছি,

জানি না, কেন পুড়তে এত ভালো লাগে,

আমি ও চিরকাল ভীষন ভাবে সুস্থ হতে চেয়েছিলাম জানেন ??

কিন্তু আমার অসুস্থতার কারন ই আমার ওষুধ গুলো,

তাই আজও অন্ধকার বারান্দায় বসে ভাবি,

হতেই পারে, আমি পৃথিবীর সব চেয়ে সুস্থ মানুষ,
আর নাহলে হয়তো, এ জীবনে  কখনো সুস্থ হওয়া হবে না আমার,
কারন ওষুধ গুলো বেশ আদরের রক্ত,
পাল্টাতে পারবো না,
অপশান নেই,

আমি ভাবছি,ইতি মধ্যে তলিয়ে যাচ্ছি ,
সুইসাইড নোটের সাথে কেঁপে উঠছে কলম কালি  আমার চোখ বুক পাঁজর,
ঠিক সেই সময়,
 আমার সব চেয়ে প্রিয় ওষুধ (দাদা)
কাঁধে  হাত ছুঁয়ে বললো----

"রাত হয়েছে ,লেখা শেষ হলে ঘুমিয়ে পড়"

চমকে উঠে অবাক হলাম,
অবাক হয়ে ভাবছি,
পর দিন সকালে যে মানুষ টিকে পেটের দায়ে ট্রেনের কামড়া দাঁতে কামড়ে নরক যাত্রা করে আপিসে যেতে হবে,
রাত দুটোয়, আমার ঘুমের চিন্তায় তার ঘুম ভেঙে যেতে পারে ?????

ঠিক তখন ই মনে হয়,মরে গেলে হবে না,
মানুষ হতে হবে,

আমার ওষুধ গুলো আমার অসুস্থতার কারন হয়ে থাক,
আমার সুইসাইড নোট থাক চিরকাল অসম্পূর্ন,

আমি চিরকাল অসুস্থই হয়ে থাকি,

আমি কালবৈশাখী হয়ে সব শেষ করবো না,
আমি রিমঝিম ধারা হয়ে সবটা পরিপূর্ণ করবো,

আদরের ওষুধ গুলো ছুঁয়ে কথা দিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ