সমুদ্র সৈকত


গাজী গোফরান

নাহি ভরে মন মুখরিত খন
সুসজ্জিত সেই হেরি পথ
কমলজবা রেনুর  বিনায়
কি শুধালো মোর অন্তরায়
তবো দৃষ্টি কিছু সৃষ্টি
আজ আকুলতা মোর বিরাজ করেছে
প্রাশরীর প্রিয় দরশনে----!

কেন হে আমারে দরিয়া বাঁধিলে
তুমিই কি মোর দহনও গগনবিহারী
আমি কদমের তলে শ্রান্ত দেহের
ক্লান্তি হারায় সেই বাশির তালে
চলে যাবো আমি থাকতে আসিনি
বিশ্রাম সুধু এই কদমের গালিচায় ----!

পুরোহিত রাজ আলিংঙ্গনে রয়েছে
খন্ডন নাহি আর কিছুই,
তবো দিদারে নাহি ভরে মন
আজ সুসজ্জিত উজ্জ্বল সেই হেরি পথ ----!

হৃদয় দুয়ারে লুটাইয়া নিয়াছে
জমে থাকা মোর বোকুলের ঘ্রাণ,
লজ্জাবতি আজ ডানা দিয়েছে মেলে
পরসে কারো নাহি আজ ডাকে
নিজের বিলাসী প্রান্তর
সেই হে সেই মোর প্রাশরী
চিরন্তন চির অম্লান........!!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ