Recents in Beach

Google Play App

মহা আয়োজনে পালিত হচ্ছে শুকছড়ি দরবারের ওরছ মোবারক

হাফেজ মুহাম্মদ জুবাইর হোসাইনঃ
আজ ১৩ ই ফেব্রুয়ারী, ২০১৯ ইংরেজী। মহান ১ফাল্গুন। 
রোজঃ বুধবার চট্টগ্রামের ঐতিহাসিক বিখ্যাত আধ্যাত্মিক জগতের দরবার দক্ষিণ শুকছড়ী চিশতীয়া দরবার শরীফে আওলাদে রাসুল(দঃ) মাহবুবে  খোদা কুতুবে রব্বানী আরেফ বিল্লাহ্ সুলতানুল মুতওয়াক্কিলীন, জুবদাতুল আরেফীন, সুলতানুচ্ছাবেরীন ওয়াচ্ছালেকীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত্ ত্বরীকত, মখ্দুমে মিল্লাত, শাহেন শাহে বেলায়েত, আ'লা হযরত, ছরতাজে আউলিয়া, মখ্দুম হযরতুল আল্লামা শাহ্ছুফী সৈয়দ মুহাম্মদ আবদুল খালেক শাহ্ ওরফে হযরত শাহ্জু লফক্বার ছুফী আল্ চিশতী, নিজামী, ক্বাদেরী, সোহরাওয়ার্দী (কঃ) এর ওরছ মোবারক অনুষ্ঠিত হবে।

উক্ত ওরছ মোবারক উপলক্ষে দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র সিহাহ সিত্তাহ এর খতম। 

এই মহতি আয়োজনে আপনাদের দ্বীনি,ঈমানী ও রুহানী দাওয়াত রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ