বাঁশখালীর প্রধান সড়ক এ যেন মৃত্যুফাঁদ

কিছুদিন পর পর মৃত্যুর সংখ্যা শুধু বেড়ে চলেছে, আজিবন পঙ্গু হবার সংখ্যা তার থেকে ও অনেক বেশী তবুও সড়ক ও জনপথ বিভাগের হুশ হয়না। অথচ বৈলগাঁও বণিক পাড়া মোড় আ বাণীগ্রাম ব্রাহ্মণ পাড়া মোড়ে চার টি সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়ে দিলেই দুর্ঘটনা কমে যেত। গতকাল সকাল দশটায় বণিক পাড়া টেকে সিএনজি - বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য এখানে দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছেঃ হঠাৎ মোড়, সরু রাস্তা, দ্রুতগতি, মোড়ে হর্ণ না বাজানো ও বিপরীত দিক থেকে আসা গাড়ী দেখতে না পাওয়া। জনগুরুত্ববহ বিধায় বিষয়টি বিবেচনার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
(দৃষ্টি আর্কষন দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ)
আমির সোহেল এর টাইমলাইন থেকে নেওয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ