কক্সবাজারের টেকনাফে ভাবির সাথে পরকীয়া প্রেমের জের ধরে ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে আপন বড় ভাই। শনিবার দিবাগ রাত আড়াইটার দিকে (৩০ সেপ্টেম্বর) টেকনাফের জাহালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেজ ভাই ফরিদ উদ্দিনের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আপন ছোট ভাই মোহাম্মদ ঈসমাইল (২৮)। তারা দু’জনই প্রবাসী। ফরিদ উদ্দিন সৌদি প্রবাসী আর ঈসমাইল মালয়েশিয়া প্রবাসী।
সম্প্রতি দু’জনই দেশে আসে। পরে নিজের স্ত্রীর সাথে ছোট ভাই ঈসমাইলের পরকীয়ার বিষয়টি জানতে পারেন ফরিদ। এক পর্যায়ে শনিবার রাতে তিনি পরকীয়া জুটিকে হাতেনাতে ধরেন। পরে নিজের আপন ছোট image ভাই ঈসমাইলকে জবাই করেন বড় ভাই ফরিদ। পরে হাতের কব্জি কেটে দিয়ে ছোট ভাইয়ের মৃত্যু নিশ্চিত করেন তিনি।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর পরই ঘাতক ভাই পালিয়ে যায় জানায় বলে পুলিশ।
0 মন্তব্য