Recents in Beach

Google Play App

সিজেকেএস-জাহেদ ব্রাদার্স দাবা লীগ শুরু

বি,এন,ডেস্কঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মেসার্স জাহেদ ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-জাহেদ ব্রাদার্স প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ ২০১৮-১৯ গতকাল এম.এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে দাবার বোর্ডে গুটি চাল দিয়ে লীগের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স জাহেদ ব্রাদার্স এর প্রোপ্রাইটর ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মো: জাহেদুল হক। সিজেকেএস নির্বাহী সদস্য ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস কাউন্সিলর এস এম শহীদুল ইসলাম, মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, প্রবীন কুমার ঘোষ, সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, দিদারুল আলম দিদার, শাহীন সরওয়ার, দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য আবদুল মালেক, সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান, কামরুল ইসলামসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ প্রমূখ। প্রিমিয়ার লীগের খেলা ৭ রাউন্ড রবীন লীগে এবং প্রথম বিভাগ এর খেলা সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। প্রিমিয়ার লীগের ৮টি দলে ৪০ জন খেলোয়াড় এবং প্রথম বিভাগের ১৬টি দলে ৮০ জন খেলোয়াড় মোট ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এ লীগে ১জন জি এম, ১ জন আইএম, ৩জন এফ এম, ২ জন সি এম ও ৭০ জন রেটেড দাবাডু অংশগ্রহনের বিধান রাখা হযেছে।
দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে গতবারের রানার-আপ বাকলিয়া একাদশ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গতকাল (সোমবার) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ ৩-১ গেম পয়েন্টে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতিকে পরাজিত করে। কোয়ালিটি স্পোর্টস ক্লাব ২-২ গেম পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবের সাথে ড্র করে। বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা ২.৫-১.৫ গেম পয়েন্টে আগ্রাবদ কমরেড ক্লাবকে ও লিটল ব্রাদার্স ২.৫-১.৫ গেম পয়েন্টে পিডিবি রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে। একই সঙ্গে অনুষ্ঠানরত সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রথম বিভাগ দাবা লিগ ২০১৮-১৯ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, গোসাইলডাঙ্গা যুবক গোষ্টি ও পাঁচলাইশ যুব সংঘ পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলঅদেশ রেলওয়ে ৪-০ গেম পয়েন্টে উল্লাস ক্লাবকে, গোশাইলডাঙ্গা কর্ণফুলী ক্লাবকে ও পাঁচলাইশ যুব ৩-১ গেম পয়েন্টে শতদল ক্লাবকে পরাজিত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য