Recents in Beach

Google Play App

বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে দৈনিক পাঠ বিবরণী এর মোড়ক উন্মোচন

বি,এন, ডেস্কঃ
বাঁশখালী উপজেলার প্রথম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের “দৈনিক পাঠ বিবরণী-২০১৯” মোড়ক উন্মোচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি কে.এম সালাহ্উদ্দীন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহিদা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মো. মাহফুজুর রহমান (৮৯ ব্যাচ) ও অধ্যাপক তুষার কান্তি ভারতী (৯৭ ব্যাচ)। প্রধান শিক্ষক হৃষিকেশ ভট্টাচার্য্যরে স্বাগত বক্তব্যে শিক্ষক প্রদ্যুৎ মিত্র চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য প্রেমানন্দ চৌধুরী, মো. ওবাইদুল হক, মো. রেজাউল করিম, সুশীল দে, শিক্ষক প্রতিনিধি নেপাল কান্তি দাশ, প্রতুল ভট্টাচার্য্য ও জিনাত রেহানা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, বিদ্যালয়ের ১৩০০ শিক্ষার্থীদের মধ্যে “দৈনিক পাঠ বিবরণী-২০১৯” বিলি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য