Recents in Beach

Google Play App

বাঁশখালীর প্রেমবাজারে বাসে আগুন

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালীর পুইছড়ি প্রেমবাজার বাস স্টেশনে একটি বাস আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে।আজ সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়,পেকুয়া উপজেলা টৈটং থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী বাসটি যাত্রী ওঠানোর জন্য প্রেমবাজার স্টেশনে থামে।যাত্রী উঠানোর কাজ শেষ করে পুনরায় গাড়ি স্টার্ট করতে চাই গাড়ির রেগুলারেটর থেকে আগুন লাগে ট্রান্সফরমারে।এরপর কয়েক মিনিটের মাথায় আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০মিনিট চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।গাড়ি চালক নিজেই গাড়িটির মালিক।গাড়ি নং- চট্ট মেট্রো-জ ০৫-০২৬৪।গাড়ি চালক ও মালিক স্বপন বাঁশখালী নিউজকে বলেন,"সকাল সকাল আমার যাত্রা ভঙ্গ হলো।গাড়িটি স্টার্ট করার সময় ইঞ্জিনে আগুন লাগে।"
গাড়িটিতে কোন যান্ত্রিক ত্রুটি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন,"যান্ত্রিক ত্রুটি থাকতে পারে।যান্ত্রিক ক্রুটি না থাকলে এতবড় দূর্ঘটনা ঘটতো না।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য