খানখানাবাদে নৌকার মিছিলে জাতীয় পার্টির হামলায় ২০ জনের বিরুদ্ধে মামলা

এম, এম আলমঃ
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামে গতকাল (বৃহস্পতিবার) বিকালে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মোঃ নজরুল (৩২), আজিজুল হক (৪৮), মোঃ আজগর হোসেন (২৪), তাজুল ইসলাম (২২), মোঃ ফরমান (২৪), মন্নান (১৮), তফসির (২৪) ও শাহাদাত (১৯) সহ ১৫/২০ জন ছাত্রলীগ-যুবলীগ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকাল ৪টার দিকে নৌকা প্রার্থীর সমর্থনে খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া ও খানখানাবাদ এলাকায় গণসংযোগ ও মিছিল করাকালীন সময় খানখানাবাদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থক আবু ছিদ্দিক আবুর বাড়ির সামনে পৌঁছলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানান খানখানাবাদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দীন চৌধুরী। 

এব্যাপারে, আজ খানখানাবাদ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বাদী হয়ে আবু সিদ্দিক প্রঃ আবু ডাকাত ও ওয়াজেদ প্রঃ গুটি ওয়াজেদ সহ ২০ জনকে আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন বলে জানা যায়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ