মাদক ও ইভ‌টি‌জিং বিরু‌দ্ধে জাগ্রত যুব সমাজের উ‌দ্যে‌াগে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ মাদক,ইভটিজিং,যুব সমা‌জের অবক্ষয়, সমা‌জের নানান অনৈতিক কাজের বিরুদ্ধে জাগ্রত যুব সমা‌জের উ‌দ্যো‌গে গু‌নে ধরা সমাজ আমরা ভাঙ্গবই এই স্লোগানে এক মত বি‌নিময় সভা সি‌মেন্ট ক্র‌সিং স্থত সি ই পি জেড থানাধীন আকমল আলী রোড় বালুর মাঠে অনু‌ষ্টিত হয়। জাগ্রত যুব সমা‌জের সদস্যরা যুব সমা‌জের অবক্ষয় রো‌ধ, বাল্য বিবাহ, মাদক,ইভ‌টি‌জিং ও সামা‌জের বি‌ভিন্ন অ‌নৈ‌তিক কা‌জের বিরু‌দ্ধে সোচ্চার। দেশ এবং সমাজ কল‌ুষিত হয় এমন বিষয় গু‌লো‌কে চি‌হ্নিত ক‌রে তা প্র‌তি‌রোধ এবং মোকাবেলা করার জন্য জাগ্রত যুব সমাজ নেতৃবৃন্দরা নানান মু‌খি কর্ম সূ‌চি গ্রহন করে‌ছে।‌ তারা ব‌লেন যে জাতি যত বেশি শি‌ক্ষিত সে জাতি তত বে‌শি উন্নত। সুতরাং জাতিকে সু‌শি‌ক্ষিত কর‌তে পার‌লেই সুন্দর সভ্যতা ফি‌রে আস‌বে। দৈ‌নিক আজকা‌লের দর্প‌ণের সি‌নিয়র স্টাপ রি‌র্পোটার মুহাম্মদ ম‌হিউ‌দ্দিন ব‌লেন ইভ‌টি‌জিং স্পষ্ঠত যৌন হয়রা‌নি। যৌন হয়রানি সর্ম্প‌কে প্র‌য়োজনীয় তথ্য গু‌লো নিকটস্থ আইন প্র‌য়োগকা‌রি সংস্থা এবং সংবাদ ক‌র্মি‌কে অবগত করার জন্য জানান এবং এর প্র‌তিকার ও প্র‌তি‌রোধের স‌ক্রিয় ভূ‌মিকা পালন করার জন্য জাগ্রত যুব সমা‌জের প্র‌ত্যেক সদস্য‌কে আহ্বান ক‌রেন। জাগ্রত যুব সমা‌জের সভাপ‌তি মুহাম্মদ শওকত হো‌সেন রানা ব‌লেন মাদক কে না বলুন ।মাদক সমা‌জের প্র‌ত্যেক‌টি জায়গায় বিষ বাষ্পের মত ছ‌ড়ি‌য়ে পড়‌ছে। মাদক নিয়ন্ত্র‌নে পাড়ায় মহল্লায় ক‌মি‌টি করার ম‌ধ্যে‌ দিয়ে মাদ‌কের ক্ষ‌তিকর বিষয় গু‌লো সর্ম্প‌কে অবগত করা এবং গণস‌চেতনতার তা‌গিদ দেন। সাধারন সম্পাদক শাহাদাত হো‌সেন ব‌লেন গু‌নে ধরা সমাজ ‌কে আমরা ভাঙ্গবই, এটাই জাগ্রত যুব সমা‌জের স্লোগান। এই স্লোগান প্র‌ত্যেকটি সদস্যের শপথ ও ব‌টে । কা‌জেই সমাজ বি‌র্নিমা‌ণে এই শপথ বাস্তবায়‌ন করার জন্য সমা‌জের প্র‌ত্যেক‌টি মানুষ কে এ‌গি‌য়ে আসার অনু‌রোধ ক‌রেন তা‌দের কা‌জে সহ‌যোগীতা পাওয়ার আশ্বাষ ব্যক্ত ক‌রেন । জাগ্রত যুব সমা‌জের প্র‌ত্যেকটি সদস্য‌কে ঐক্যবদ্ধ্য হ‌য়ে কাজ করার অনু‌রোধ রা‌খেন।মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন জাগ্রত যুব সমা‌জের উপ‌দেষ্টা মন্ড‌লি সদস্য আকতার হো‌সেন, সভাপ‌তি মুহাম্মদ শওকত হো‌সেন রানা।। সাধারণ সম্পাদক শাহাদত হো‌সেন, সদস্য-‌দৈ‌নিক আজকা‌লের সি‌নিয়র স্টাপ রি‌র্পোটার সাংবা‌দিক মুহাম্মদ ম‌হিউ‌দ্দিন, এরশাদ, সে‌লিম, লিটন, রাজু, পারভেজ,‌সেন্টু,প্রমুখ ব্য‌ক্তিরা। প‌রি‌শে‌ষে জাগ্রত যুব সমা‌জের সভাপ‌তি আগামী ১৬ ডি‌সেম্বর মহান বিজয় দিবস উদযাপনে ১৫ ডি‌সেম্বর আলোচনা সভা ও সাংষ্কতিক অনুষ্টান অনু‌ষ্টিত হবে ম‌র্মে অনুষ্টা‌নের সমা‌প্তি ঘোষনা ক‌রেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ