আনোয়ারা ইপিজেড এলাকায় বাসচাপায় ৩ শ্রমিক নিহত, আহত ৫০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেড এলাকায় পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পোশাক শ্রমিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। এতে বিক্ষুব্ধ অন্য শ্রমিকরা বাসে আগুন লাগিয়ে দেয়।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় সূত্র জানান, কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ