সিজেকেএস-এ.টি.এম ইছহাক মোহন বিজয় দিবস অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্ণামেন্টে ব্রাইট ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিজেকেএস ক্রিকেট কমিটির সহযোগিতায় এবং পোর্ট সিটি সিনিয়র ক্লাবের পৃষ্ঠপোষকতায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধার সংগঠক এ.টি.এম. ইছহাক (মোহন) স্মরণে চলমান সিজেকেএস-এ.টি.এম ইছহাক মোহন বিজয় দিবস অনুর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিপুল সমর্থকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাইট ক্রিকেট একাডেমি ২ উইকেটের ব্যবধানে ইস্পাহানি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্রাইট ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। জবাবে ৯৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৮ উইকেটে ৯২ রান করতে সক্ষম হয়। ফলে ২ উইকেটে জয়লাভ করে ব্রাইট ক্রিকেট একাডেমি।

খেলা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান পোর্ট সিটি সিনিয়র ক্লাবের প্রতিনিধি রুহুল আমীন তপন। সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম-সম্পাদক হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সিজেকেএস বয়স ভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাশেম, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য মো: মশিউর রহমান চৌধুরী, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর এস.এম. শহীদুল ইসলাম, তাহের-উল-আলম চৌধুরী স্বপন, মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, মো: শাহজাহান, দিদারুল আলম, শওকত হোসেন, আরিফ আহমেদ চৌধুরী, এস.এম. সাইফুদ্দিন, এস এম আবদুল্লাহ্ আল মামুন, এনামুল হক, সাইফুল্লাহ্ চৌধুরী সহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমি সমূহের খেলোয়াড়, কমর্তকর্তা ও প্রশিক্ষকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ ও ১৬টি ক্রিকেট একাডেমির নির্বাচিত ১৬ জন খেলোয়াড়কে উদীয়মান ক্রিকেট খেলোয়াড় পুরস্কার প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ