Recents in Beach

Google Play App

সিজেকেএস উশু লীগের শুভ উদ্বোধন

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস উশু লীগ ২০১৭-১৮ অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৮ইং, সকাল- ১০:০০ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করেন। সিজেকেএস উশু কমিটির চেয়ারম্যান চন্দন ধর এর সভাপতিত্বে ও সম্পাদক রেজিয়া বেগম ছবি এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো: অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলফ, প্রবীন কুমার ঘোষ, হারুনুর রশীদ পাটোয়ারী, সিজেকেএস উশু কমিটির ভাইস চেয়ারম্যান ডা. শফি, যুগ্ম সম্পাদক আবদুল আল ফয়সাল, ফরিদুল হাসান, সদস্য শাহরীন চৌধুরী, সালেহা আহমেদ ডেইজি প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য