Recents in Beach

Google Play App

আনোয়ারা চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল(ডিগ্রী) মাদ্রাসার ৫ম, ৮ম, এবং ১০ম শ্রেনীর মডেল টেষ্ট পরীক্ষা তৃতীয় বারের মত স্থগিত

মোহাম্মদ এরশাদঃ 
আনোয়ারা উপজেলাধীন চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল(ডিগ্রী) মাদ্রাসায় গত ২৭ সেপ্টেম্বর থেকে ৫ম, ৮ম, এবং ১০ম শ্রেনীর মডেল টেষ্ট পরিক্ষা ২০১৮ইং শুরু হয়। পরীক্ষা শুরুর সময় শেখ কামাল হোসেন, আলী আহমদ, ইসমাইল মুনিরী, হাঃশরিফ ভিন্ন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হলে উপস্তিত হলে দায়িত্বরত শিক্ষকগণের প্রতিবাদ করেন। এই অজুহাতে সাজানো গোছানো পরীক্ষা উপজেলা নির্বাহী অফিসার স্থগিত করে দেন।।মাধ্যমিক শিক্ষা অফিসার ৬ অক্টোবর থেকে পরিক্ষা নেওয়ার ঘোষনা দেন। অজ্ঞাত কারণে পরিক্ষা ৬ তারিখ স্থগিত করে পুনরায় ১০ তারিখ হবে মর্মে নোটিশ জারি করেন। উক্ত নোটিশের আলোকে অদ্য ১০ অক্টোবর সকাল ১০টার সময় পরিক্ষা শুরু হলে দেখা যায় হলে প্রদত্ত প্রশ্নপত্র বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা থেকে আনা। যেগুলো ইতিমধ্যে ঐ মাদ্রাসায় পরিক্ষা হয়ে গেছে। সর্বোপরি প্রশ্নপত্রে উত্তর সহ দেয়া আছে। এ নিয়ে পরিক্ষার হলে হৈ চৈ শুরু হলে একাডেমিক সুপার ভাইজারের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার জনাব গৌতম বাড়ৈ তৃতীয় বারের মত পরীক্ষা স্থগিত করেন। শিক্ষার্থীরা হতাশ হয়ে আবারো বাড়ি পিরে যান। এলাকায় এই সংবাদ ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন সবার মুখে একই প্রশ্ন এই প্রহসনের শেষ কখন হবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ