সোমবার বাঁশখালী যাবেন আমিরে হেফাজত


বিএন ডেস্কঃ দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ১০ ই সেপ্টেম্বর (সোমবার) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালি যাচ্ছেন।

ঐ দিনেই সকাল ১০ ঘটিকায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মাখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার মজলিশে শুরা অধিবেশনে যোগ দিবেন।

গত বৃহস্পতিবার রাতে আল্লামা আহমদ শফি এর সাথে বাঁশখালীর আলেম ওলামাগণ এবং বাহারউল্লাহ পাড়ার এলাকাবাসী সৌজন্যে সাক্ষাৎ করে আমিরে হেফাজতকে বাঁশখালি যাওয়ার নিমন্ত্রণ জানালে তিনি আগমী সোমবার যাওয়ার ইচ্ছে করেন।

এ বিষয়ে হেফাজত ইসলামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও হাটহাজারী মাদরাসার সহ- শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী জানান, ঐতিহ্যবাহী জলদী মাখজনুল উলুম বাঁশখালী বড় মাদ্রাসার মজলিশে শুরা অধিবেশনে যোগ দিতে হাটহাজারী থেকে হেলিকপ্টার যোগে আগামী সোমবার বাঁশখালি যাবেন।এবং শুরা অধিবেশন শেষে বিকেলেই তিনি বাঁশখালী ত্যাগ করে হাটহাজারী মাদরাসার ফিরবেন৷
এদিকে হেফাজত আমীরের আগমন বার্তায় বাঁশখালীতে নানা প্রস্তুতি গ্রহণ করছে আয়োজকরা।
/একুশে জার্নাল!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ