কিডনী রোগীর আর্থিক সহায়তায় আফ্রিকা প্রবাসী

সংবাদদাতাঃ 
প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। তেমনি তার পরিবার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেন না, এই কথা মাথায় রেখে আজ পূর্ব আফ্রিকার প্রবাসী মোঃ মুজিবুর রহমান ভাইয়ের জয় হয়েছে। বাঁশখালীর পশ্চিম চাম্বল মুন্সী খিল মৌলভী বাড়ি ৩নং ওয়ার্ডের মোঃ নেছারুল হক ছেলে, মোঃ মঈনুল হক এর দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংক এর সম্মানিত এডমিন মোঃ ফারুক খান জিসান, এর বড় ভাই মোঃ মুজিবুর রহমান, হচ্ছে পূর্ব শীলকূপ মাতব্বর পাড়ার মোঃ নওসা মিয়ার ছেলে, সেই বর্তমানে পূর্ব আফ্রিকা মুজাম্বিক মিলানজি সিটি থাকে এই খবর শুনে মুজিবুর রহমান ভাইয়ের উদ্দ্যোগে আফ্রিকার বাঙালি ভাইদের থেকে দুই লক্ষ চৌদ্দ হাজার টাকা কালেকশন করেন দেন, উক্ত কিডনি নষ্ট হয়ে যাওয়া মঈনুল হক ভাইয়ের জন্য আজ, মুজিবুর রহমানের সাথে আফ্রিকায় সবসময় পাশে থেকে সহযোগিতা করেন তারা হলেন সওকত, বেলাল, রফিকুল, মিজান, আমির, সেলিম, উক্ত রোগীর পরিবারকে দুই লক্ষ চৌদ্দ হাজার টাকা দেওয়ার সময় উপস্থিত রোগীর বাবা মোঃ নেছারুল হক, মা, বেগম আঙুর জাহান, বড় ভাই, মোঃ মনজুরুল হক, আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন "বাঁশখালী ব্লাড ব্যাংক" এর সম্মানিত উপদেষ্টা ডাঃ নারায়ন দাশ, আর সম্মানিত প্রতিষ্ঠাতা এডমিন সজীব নমঃ শুভ, এডমিন স্বরূপ দেবনাথ, সৌরভ সেন ঝুন্টু, আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার মেম্বার ফজল কাদের ও প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ