বাঁশখালীর কুখ্যাত সন্ত্রাসী সোনা মানিক ডিবি পুলিশের হাতে গ্রেফতার



বিএন ডেস্কঃ  মোঃ মানিক। বাঁশখালীতে তাকে সোনা মানিক নামে চিনে। পুরো বাংলাদেশে রয়েছে তার নকল স্বর্ণ ব্যবসার আধিপত্য।স্বপ্নে পাওয়া স্বর্ণ ব্যবসার নামে সে অনেক মানুষকে পথের ভিখারি বানিয়েছে।যা জাতীয় গবেষণামূলক পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রায় “বাঁশখালীতে স্বপ্নে পাওয়া স্বর্ণের আজব ব্যবসা” ও “বাঁশখালীর মাটি ও মানুষের শত্রু ওরা ১০জন” শিরোনামে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।অবশেষে টনক নড়ল আইনশৃংখলা বাহিনীর। বাঁশখালী থানায় কালামিয়া বাহিনীর অন্যান্য সদস্য ও মানিকের নামে চাঁদাবাজি ও ডাকাতির শতাধিক মামলা রয়েছে বাঁশখালী থানায়।ছনুয়া ত্রাসের রাজত্ব পরিচালনকারী সোনা মানিক (৪২) কে গতকাল ৩ঘটিকার সময় আমির হামজার টেক এলাকার একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এদিকে খবরটি এলাকায় জানাজানি হলে আনন্দের জোয়ার বয়ে যায়।কুখ্যাত সন্ত্রাসী মানিককে গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিংশ্বাস ফেলতে শুরু করেছে।

এব্যাপারে বাঁশখালী থানার ওসি সালাউদ্দিন হীরা অগ্রযাত্রাকে বলেন, বাঁশখালীর মানুষের মঙ্গল করার জন্য এসেছি। কোন ডাকাত-সন্ত্রাসী রেহায় পাবে না। আমাদের অভিযান চলবে।
/অগ্রযাত্রায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ