নীলস বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট হলেন বাঁশখালীর ছেলে মিহির মিশকাত

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলাধীন ছনুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওমরআলী পাড়া গ্রামের বাসিন্দা ছনুয়া ইউনিয়ন পরিষদের প্রবীণতম মেম্বার জনাব নুরুল আলম (নুরু) ও আনোয়ারা বেগমের এর বড় ছেলে ‘মিহির মিশকাত’ দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস – নীলস বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ড এর “ভাইস প্রেসিডেন্ট”(মার্কেটিং) হিসেবে নির্বাচিত হয়েছেন। , জনাব ‘মিহির মিশকাত’ ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’ থেকে আইন বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি সম্পন্ন জনাব ‘মিহির মিশকাত এলাকায় একাধিক সঙ্ঘঠনের উপদেষ্টা ও পরামর্শক। এছাড়া দেশের বিভিন্ন উপজেলায় নামকরা স্কুল ও কলেজ আইনী সচেতনতা প্রোগ্রামে চালিয়ে যাচ্ছেন। . সোমবার (৭ মে ‘১৮) “নীলস বাংলাদেশ” এর অফিসিয়াল পেজে বাঁশখালী ছনুয়া ইউনিয়নেরর কৃতি সন্তান মিহির মিশকাত এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) হওয়ার বিষয়টি অফিসিয়ালি প্রকাশ করে। . উল্লেখ্য যে, দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নীলস)একটি আন্তর্জাতিক, স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান যা আইন ছাত্রদের দ্বারা পরিচালিত হয়। নীলস ৬টি মহাদেশের ২৬টি দেশে আন্তর্জাতিকভাবে আইনের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা, ডেলিগেশান প্রোগ্রাম, রেসিডেনশিয়াল স্কুল প্রোগ্রাম, আইনি সহায়তামূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার মাধ্যমে আইন শিক্ষায় অবদান রেখে থাকে। বর্তমানে ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস’ বাংলাদেশের ২৫টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শাখা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ