মোহাম্মদ বেলাল উদ্দিন: 
অদম্য এক মেধাবী মুখের নাম আজাদুল ইসলাম।সে এবারের 
এসএসসি পরীক্ষায় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে  
অংশগ্রহণ করে জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।আজাদ পেকুয়া উপজেলার 
রাজাখালী ইউনিয়নের মিয়ার পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামসুদ্দীন ও নাসিমা 
আক্তার দম্পতির সুযোগ্য সন্তান।
উল্লেখ্য,সে ২০১২ সালে রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল।পিএসসি পরীক্ষায়
 সে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।শুধু তাই নয়,রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ 
বিদ্যালয় থেকে ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সাধারণ 
বৃত্তি পেয়েছিল।সর্বশেষ একই স্কুল থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান
 বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে।এদিকে অসাধারণ প্রতিভার অধিকারী 
আজাদুল ইসলামের টানা তিনবারের সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বয়ে 
যাচ্ছে।বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত এই তরুণ।সে রাজাখালী 
২নং ওয়ার্ড বন্ধু সংগঠনের অর্থ সম্পাদক।তাছাড়া সে ছাত্র রাজনীতির সাথেও 
জড়িত।সে রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র
 যুগ্ন সম্পাদক।রাজপথের তুখোড় সৈনিক,এই ছাত্রনেতা বাঁশখালী নিউজের সাথে 
আলাপকালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে এ প্রতিবেদককে বলেন,"আমার শ্রদ্ধেয় 
শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আমার দুই বছরের কঠোর পরিশ্রম এবং সাধনার 
বিনিময়ে আমি এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি।বিশেষ করে আমার মা-বাবার 
প্রচুর কাঠুনি ও দোয়ায় টানা তিনবার এ+ পেলাম।আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে 
মানবতার সেবক হতে চাই।আল্লাহ্ যাতে আমার আশা-ভরসা পূরণ করে সে জন্য 
দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।"
এদিকে বিশিষ্ট ছাত্রনেতা আজাদুল ইসলামের এমন অসাধারণ সাফল্যে এলাকার 
সর্বস্তরের জনসাধারণ তাকে অভিনন্দন জানিয়েছেন।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ