ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ-জুলফিকার আলী জুয়েল তরফদার

বি,এন ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। ২০০৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন।

জাপান আওয়ামীলীগ এর বাণী,
ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপান আওয়ামীলীগ এর সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ড. এম এ ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাপান আওয়ামীলীগ এর সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার বলেন, তিনি তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে যে কাজ করে গেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ