বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের আকষ্মিক মৃত্যু

মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদি বড়ুয়া পাড়ায় গরুর জন্য জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে লাতুন বড়ুয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।সে একই এলাকার হিরু মোহন বড়ুয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল দুপুর ১২ টার দিকে প্রতিদিনের মতো ধানি জমিতে ঘাস কাটতে যান লাতুন বড়ুয়া। সেখানে ঘাস কাটার সময় বজ্রপাতে মারা যান। দীর্ঘক্ষণ পরেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজে বের হন। খুঁজতে গিয়ে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় বিল থেকে তার নিথর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এদিকে বাঁশখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর তপন বড়ুয়া বলেন,”গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে লাতুন বড়ুয়ার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।”
এদিকে লাতুন বড়ুয়ার লাশ উদ্ধার করে বাড়িতে আনা হলে উত্তর জলদি বড়ুয়া পাড়ায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ